
ফেনীতে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর নবনির্বাচিত কমিটির “পরিচিতি ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের আহবায়ক অ্যাড. শাহজালাল ভুঁইয়া সবুজ এর সভাপতিত্বে ও অধ্যাপক সালমান ফারসি পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও ডেনমার্ক বিএনপির বিপ্লবী প্রেসিডেন্ট গাজী মনির আহমেদ। প্রধান অতিথি তার মক্তব্যে বলেন- এদেশে আর কোন দূর্ণীতি-বাজ ও স্বৈরাচারের জায়গা হবে না। দীর্ঘ ১৬ বছর যাবৎ আমরা জেল জুলুম ও মামলা, হামলা, দমন-পীড়ন সহ অনেক নির্যাতনের শিকার হয়েছি এবং অপূরণীয় ক্ষতিগ্রস্থ হয়েছে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীরা। বিএনপির নেতা কর্মীদের নামে হাজার হাজার মিথ্যা ও গায়েবী মামলা রয়েছে। আইনানুগভাবে সকল মামলা দ্রুত নিষ্পত্তি হইবে মর্মে সবাইকে আশ্বস্ত করেন প্রধান অতিথি। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন বলে সকলকে উৎসাহিত করেন এবং তারেক রহমানই হবেন আগামীর এশিয়া মহাদেশের “নেলসন ম্যান্ডেলা”। বিএনপির নামে যারা চাঁদাবাজি বা সন্ত্রাসী করবে তাদেরকে প্রতিহত করতে বলেন এবং তাদেরকে ধরে পুলিশের নিকট হস্তান্তর করতে বলেন। চাঁদা বাজদেরকে কোন ছাড় দেয় হবে না। তারেক রহমানের নির্দেশ, কোন চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের স্থান বিএনপির মত একটি জনপ্রিয় দলে হবে না বলেও হুশিয়ারী করেন নেতা কর্মীদেরকে। কোন নেতা কর্মীর সন্ত্রাসী মাস্তানী বা চাঁদাবাজির কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার প্রশ্নবিদ্ধ হইবে বা নির্যাতনের শিকার হইবে, তা কখনো বরদাশত করা হইবে না বলেও হুশিয়ারী দেন নেতা কর্মী দেরকে। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ফেনীতে বালু মহলের বানিজ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, নোংরা রাজনীতি করতে না পারে, তা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য জোর দাবী জানান। সেইসাথে তিনি বিচার বিভাগকে ন্যায় বিচার করার জন্য বিচারকদের প্রতি অনুরোধ করেন। ইতিপূর্বে ১৬টি বছর বিচার বিভাগ ন্যায়-বিচার করতে পারেনি। স্বৈরশাসক এর আদেশ পালন করেছে মাত্র। এভাবে একটি দেশ চলতে পারে না বলেই স্বৈরশাসক এর পতন হয়েছে। আগামীতে কোন প্রশাসন যাতে হাজার কুটি টাকা দূর্নীতি করে প্রতিটি জেলায় বাড়ী ঘর তৈরা করতে না পারে, তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন এবং প্রশাসনকেও সতর্ক থাকতে বলেন।
সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক- অধ্যাপক সালমান ফারসি পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক- অ্যাড. শাহজালাল ভুঁইয়া সবুজ। সভাপতি নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সকলকে সভায় পরিচিত করিয়ে দেন। তিনি বলেন আরাফাত রহমান কোকো ছিলেন একজন জাতীয় ক্রীড়া প্রেমিক। তিনি খেলা ধুলা ভালো বাসতেন। স্বৈরশাসক তাহাকে অকালে মৃত্যু বরণ করতে বাধ্য করেছেন। আমরা এই ক্রীড়ার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রকে হৃদয়ে ধারণ করবো এবং আজীবন স্মরণ করবো। বিগত ১৬বছরে নতুন প্রজন্মকে কিশোর গ্যাংয়ে পরিণত করছিলো স্বৈরশাসক শেখ হাসিনা সরকার। তারা ক্রীড়ার পরিবর্তে কিশোরদের হাতে মাদক তুলে দিয়েছিলো। কিশোরদেরকে মাদক প্রেমী করে গড়ে তুলে ছিলো। আর যাতে কোন কিশোরের জীবন মাদকাসক্ত না হয় তার জন্য আমরা সর্বদা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এর মাধ্যমে সবাইকে ক্রীড়া প্রেমি করে গড়ে তুলবো। সেইসাথে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ কে ভালোবেসে জাতীয়তাবাদী দেরকে ভালো বাসবো বলে সকলকে আহ্বান জানান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক- অ্যাড. লায়লা আরজুমান আরা এবং যুগ্ম আহবায়ক- অ্যাড. আবদুল্লাহ আল মামুন (জুয়েল), যুগ্ম আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন মীর, যুগ্ম আহবায়ক অ্যাড. ফখরুদ্দিন ভুঁইয়া, সহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক- ইঞ্জিঃ তৌহিদ আফনান ফয়সল, যুগ্ম আহ্বায়ক- এনামুল হক, সদস্য- নুর মোহাম্মদ রিপন, সজিব আলম রানা, মোঃ সাইফুল্লাহ হৃদয়, মোঃ আনিস, হারিছ মজুমদার ইয়াসিন, আবদুল্লাহ আল কাইয়ুম, মোঃ আজমির হোসেন, মোঃ ইমাম হোসেন বাদল, নুর মোহাম্মদ জুয়েল প্রমুখঃ