অবস্থান:ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর, পূর্বে চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য, এবং পশ্চিমে নোয়াখালী জেলা অবস্থিত।
ফেনী জেলার সীমান্তবর্তী ৪টি উপজেলা ও ১২টি ইউনিয়ন রয়েছে।
- ফেনী সদর উপজেলায় ৩টি সীমান্তবর্তী ইউনিয়ন: ধর্মপুর, শর্শিদী, কাজীরবাগ।
- ছাগলনাইয়া উপজেলায় ২টি সীমান্তবর্তী ইউনিয়ন: শুভপুর, মহামায়া।
- ফুলগাজী উপজেলায় ৪টি সীমান্তবর্তী ইউনিয়ন: আমজাদ হাট, আনন্দপুর, মুন্সির হাট, ফুলগাজী।
- পরশুরাম উপজেলায় ৩টি সীমান্তবর্তী ইউনিয়ন: চিথলিয়া, বক্সমাহমুদ, মির্জানগর।
আয়তন:৯২৮.৩৪ বর্গ কিলোমিটার
প্রশাসনিক কাঠামো:
- উপজেলা: ৬টি (ফেনী সদর, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা)
- থানা: ৬টি (উপজেলার সঙ্গে মিলিত)
- পৌরসভা: ৫টি
- ইউনিয়ন: ৪৩টি
- গ্রাম: ৫৬৪টি
- মৌজা: ৫৪০টি
- ইউনিয়ন ভূমি অফিস: ২৭টি
- হাট-বাজার: ১২৩টি
জনসংখ্যা: (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)
- মোট জনসংখ্যা: ১৪,৯৬,১৩৮ জন
- পুরুষ: ৭,২২,৬২৬ জন
- নারী: ৭,৭৩,৫১২ জন
- জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কিলোমিটারে ১৪৫১ জন
শিক্ষা সংক্রান্ত তথ্য:ফেনী জেলার শিক্ষা ব্যবস্থা উন্নত।
- সাক্ষরতার হার: ৫৯.৬%
- ডিগ্রী কলেজ: ১১টি
- উচ্চ মাধ্যমিক কলেজ: ১০টি
- গার্লস ক্যাডেট কলেজ: ১টি
- পলিটেকনিক ইনস্টিটিউট: ১টি
- কম্পিউটার ইনস্টিটিউট: ১টি
- মাধ্যমিক বিদ্যালয়: ১৫৫টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়: ১৯টি
- মাদ্রাসা: ৯৭টি
- টিচার্স ট্রেনিং কলেজ: ১টি
- প্রাথমিক বিদ্যালয়: ৫২৮টি
- মসজিদ: ২২৪৫টি
- মন্দির: ১৩৮টি
- গির্জা: ১টি
স্বাস্থ্য সংক্রান্ত তথ্য:
- ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল: ১টি
- ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ২টি (ছাগলনাইয়া, পরশুরাম)
- ৩১ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৩টি (সোনাগাজী, ফুলগাজী, দাগনভূঞা)
- হার্ট ফাউন্ডেশন হাসপাতাল: ১টি
- ডায়াবেটিস হাসপাতাল: ১টি
- বক্ষ ব্যাধি ক্লিনিক: ১টি
- ট্রমা সেন্টার: ১টি
- মা ও শিশু কল্যাণ কেন্দ্র: ১টি
- সেবা (নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট): ১টি
- ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র: ১৯টি
- ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র: ৩৩টি
- কমিউনিটি ক্লিনিক:
- প্রস্তাবিত: ১৫৩টি
- স্থান নির্বাচিত: ১৪৮টি
- সম্পূর্ণ নির্মিত: ১১৪টি
- বর্তমানে চালুকৃত: ১১৪টি
যাতায়াত ব্যবস্থা:জাতীয় মহাসড়ক Feni